'কাঁটা লাগা গার্ল' খ্যাত শেফালি জরিওয়ালার প্রয়াণ

শেফালি জরিওয়ালা
শেফালি জরিওয়ালা | ছবি: সংগৃহীত
0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কাঁটা লাগা গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। ৪২ বছর বয়সে শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এই অভিনেত্রীকে রাতেই তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ তিনজন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।

তার কাঁটা লাগা গান আজও ফেরে মানুষের মুখে মুখে। এই মিউজিক ভিডিওর পরে তার নামই হয়ে গিয়েছিল কাঁটা লগা গার্ল। এরপরে বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই ধরা হত তাকে। কিন্তু মাত্র ৪২ বছরে থামল তার সফর।

২০০২ সালে হিন্দি পপ অ্যালবাম ডিজে ডল বের হয়। সেখানে কাঁটা লাগা গানের রিমিক্স ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জরিওয়ালা।

সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি করোগে ছবিতে ক্যামিও চরিত্রেও দেখা গেছে তাকে। সবমিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

সেজু