চার দাফা দাবিতে যমুনার পথে এনবিআর কর্মকর্তা

এনবিআর বিভক্তের প্রতিবাদে কলম বিরতি
এনবিআর বিভক্তের প্রতিবাদে কলম বিরতি | ছবি: সংগৃহীত
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দাবি লিখিত আকারে জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে রওনা দিয়েছেন সংস্থাটির পাঁচ কর্মকর্তা। আজ (বৃহস্পতিবার, ২২ মে) দুপুর সাড়ে ৩টায় স্মারকলিপি নিয়ে রওনা করেন।

এর আগে দাবি আদায়ে লাগাতার অসহযোগ কর্মসূচির পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন এনবিআর ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানায় তারা।

এছাড়া আগামী শনিবার (২৪ মে) থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৬ মে থেকে রপ্তানি ও যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

এছাড়া রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ,

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতারাসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসএস