‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী নাঈম হাসান

নাঈম হাসান
নাঈম হাসান | ছবি: এখন টিভি
0

আগস্ট মাসে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা ‘এ’ দলকে কেন্দ্র করে। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা যাবেন তাসমান সাগরের পাড়ে অস্ট্রেলিয়াতে। সেই দলের অংশ হতে আশাবাদী টেস্ট দলের নিয়মিত মুখ নাঈম হাসান। মিরপুরে বোর্ড কর্তাদের সঙ্গে আলাপ শেষে জানালেন নিজের অনুশীলন আর পরিকল্পনার কথা।

সামনের মাসগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে চোখ টাইগারদের। তবে এর আগে ‘এ’ দলের ব্যস্ততা থাকছে অস্ট্রেলিয়া সফরে। যেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট আর চারদিনের একটি টেস্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশের লাল বলের ক্রিকেটে নিয়মিত মুখ নাইম হাসান। ‘এ’ দলের সূচিতে এখন পর্যন্ত নিজের থাকা নিশ্চিত না হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না ডানহাতি এই স্পিনার। চূড়ান্ত দলেও জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

নাইম হাসান বলেন, ‘এখন যদি আমাকে সিলেক্ট করে তাহলে অবশ্যই যাবো। ওখানে গেলে ওই দেশের খেলোয়াড়দের সঙ্গে আমি খেলবো। ওই দেশের কনডিশন, নতুন কনডিশন আমি জানবো। মেইনলি এ দলে খেলতে যায়, যারা ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার থাকে তারা থাকে।’

সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে সুসময় পার করা বাংলাদেশ দল বৈশ্বিক পর্যায়েও ভালো করবে, সতীর্থদের নিয়ে এমন প্রত্যাশার কথা জানালেন এই স্পিনার।

নাইম হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে ওরা। আমার বিশ্বাস ওখানে ওরা খুব ভালো রেজাল্ট করবে। টি-টোয়েন্টি তো শর্ট ফরম্যাট খেলা, মোমেন্টামটা পেলে ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে।’

লাল বলের ক্রিকেটে নিয়মিত মুখ নাইম। পাশপাশি প্রিমিয়ার লিগ, এনসিএল খেলে নিজেকে পোক্ত করতে চান সাদা বলের ক্রিকেটেও।

নাইম হাসান বলেন, ‘নিজেকে তিন ফরম্যাটে খেলার মতো করে রেডি করছি। প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে খেলি, আলহামদুলিল্লাহ। যদি এক ফরম্যাটে খেলাতাম তাহলে তো শুধু প্রথম শ্রেণির ক্রিকেটই খেলতাম।’

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর আগস্টের শুরুতে। নাইম হাসানের ব্যস্ততার শুরুটাও হতে পারে সেই সিরিজ থেকে। তার আগে পর্যন্ত নাইম নিজের উন্নতির দিকেই নজরে রাখছেন সবচেয়ে বেশি।

এসএস