বাজেটে ঋণ পরিষেবা বাড়ায় অর্থনৈতিক ফাঁদে পড়ার শঙ্কা সিপিডির

সিপিডির সংবাদ সম্মেলন
সিপিডির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

বাজেটে ঋণ পরিষেবা খরচ যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশ ঋণের ফাঁদে বা মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকালে নির্বাচনি বাঁকে অর্থনীতির বহুমাত্রিক ঝুঁকি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানানো হয়। সঙ্কট কাটাতে বৈদেশিক বিনিয়োগের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ে সোয়া ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনআরবি)। তবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়ায় প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা।

এনবিআরের তথ্যানুযায়ী, এ পাঁচ মাসে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। অথচ একই সময়ে লক্ষ্যমাত্রা ছিল প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা।

রাজস্ব আদায়ের যখন এ হাল, তখন চলতি অর্থবছরে মূল বাজেটের তুলনায় ২৪ হাজার কোটি টাকার বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এ অর্থ কীভাবে কোথায় থেকে আয় করা হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, ‘মূল বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করতেই কিন্তু এনবিআরকে হিমশিম খেতে হয়। সামনে নির্বাচন হচ্ছে এবং অর্থনীতির গতি কিছুটা মন্থরও রয়েছে, সেজন্য এ বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কীভাবে সম্ভব? এ লক্ষ্যমাত্রাটা দেয়া বাস্তবসম্মত কি না? সেখানে প্রশ্ন রয়ে যায়।’

আরও পড়ুন:

সংকট কাটাতে তাই রাজস্ব আহরণের স্বচ্ছতার পাশাপাশি বিদেশি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি। যদিও বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার শঙ্কার দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গত দুই বছর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেয়া হয়েছে, তার মধ্যে সবসময়ই সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন, এটা ছিল নম্বর ওয়ান। শিক্ষা ছিল নম্বর দুই। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নম্বর তিনে। আমাদের ঋণের দেশি এবং বিদেশি ঋণের পরিষেবা, এটা চলে এসেছে নম্বর দুইয়ে। এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণের ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ, যেগুলো লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়।’

ফাহমিদা খাতুন বলেন, ‘যদি আমরা ঠিকমতো এ রাজস্ব ব্যবস্থা ম্যানেজ করতে না পারি, তাহলে রাজস্ব হারানোর সম্ভাবনা রয়েছে। এটা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা করতে হবে।’

এমন পরিস্থিতিতে, বিনিয়োগ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব না জানিয়ে সংস্থাটি বলছে, সংকট কাটাতে হলে দেশের সম্ভাবনাময় তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তলতে হবে।

এসএস