পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর: অর্থ উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থ উপদেষ্টা
উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থ উপদেষ্টা | ছবি: এখন টিভি
0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে-স্কেল বিষয়ে পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, কমিশনের ২১ সদস্য বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছেন এবং খুব শিগগিরই তারা সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দেয়া হয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এসব বিষয় বিবেচনা করেই সুপারিশ চূড়ান্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘পে স্কেলটা নিয়ে পে কমিশন কাজ করছে। একেবারে থেমে নেই তারা। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আমাদের সঙ্গে যোগাযোগও রাখছেন।’

নতুন পে-স্কেল এই সরকার দিয়ে যেতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কমিশনের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।’ তিনি জানান, পে কমিশনের পাশাপাশি বিচার বিভাগের জন্য আলাদা রিপোর্ট এবং প্রতিরক্ষা খাতের জন্য একটি সাব-কমিটিও কাজ করছে।

আরও পড়ুন:

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্বাচনের আগে নতুন পে-স্কেল সম্ভব নয় বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘পে-স্কেলের বিষয়ে গভর্নরের কিছু নেই। তিনি ব্যাংক-সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।’

নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘রিপোর্ট হাতে পেলেই বিষয়টি স্পষ্ট করা যাবে।’ তবে বাস্তবায়নের বিষয়টি একটি আলাদা ও সময়সাপেক্ষ প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে জ্বালানি তেলের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না।’

তিনি বলেন, ‘দেশজুড়ে এলপি গ্যাস নিয়ে কাজ চলছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে।’

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি অন ক্যামেরা কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় অর্থ তাদের বরাদ্দ থেকেই ব্যয় করা হবে।’

এসএইচ