বাজেটে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা, আর উন্নয়ন আয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা।
ব্যয় ধরা হয়েছে রাজস্ব বাবদ ২ কোটি ৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা। এছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা।
হাকিমপুর (হিলি) পৌরসভার প্রশাসক অমিত রায় বলেন, ‘চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এলাকার জনগণের ওপর নতুন কোনো করারোপ করা হয়নি। হিলি স্থলবন্দরের রাস্তাঘাট, ফুটপাত, বর্জ্য ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’