বাংলাদেশ থেকে স্থলপথে ৯ পণ্যের আমদানি নিষিদ্ধ করলো ভারত

স্থলবন্দর
স্থলবন্দর | ছবি: সংগৃহীত
0

কাঁচা পাট, পাটের রোল ও পাটের সুতাসহ ৯ ধরনের পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করলো ভারত। এ নিয়ে ঢাকা থেকে পণ্য আমদানিতে গেল তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করলো নয়াদিল্লি। শুক্রবার (২৮ জুন) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এই তথ্য।

তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহে কোনো বিধিনিষেধ নেই।

এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতের হয়ে নেপাল ও ভুটানে এই ৯ ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই ৯ ধরনের পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় সাড়ে ১ হাজার ৬০০ কোটি টাকা। যার ৯৯ শতাংশই এসেছে স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে।

সেজু