বন্দরের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে কনটেইনার পরিবহন হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার টিইইউএস, অর্থাৎ এক বছরের ব্যবধানে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ৪ শতাংশ।
অর্থবছরের শেষে আন্দোলন কর্মসূচি আর রাজনৈতিক অস্থিরতার মাঝেও সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের এ সাফল্য বলছেন কর্মকর্তারা।
এদিকে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত বছরের চেয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৯.৭১ শতাংশ।
গত বছর চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আহরণ করেছিল ৬৮ হাজার কোটি টাকা। কমপ্লিট শাটডাউস কূমসূচি না থাকলে বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিং ৩৩ লাখ ছাড়িয়ে যেতো। কাস্টম হাউসের রাজস্ব আয় আরো বাড়তো বলে মনে করেন সংশ্লিষ্টরা।