ব্যবসায়ীরা জানান, যেখানে প্রতিদিন ১০০ থেকে ১২০ মণের মতো মাছের চাহিদা থাকে, সেখানে আজ বাজারে এসেছে মাত্র ৪০ মণ মাছ। এতে দাম হু-হু করে বাড়ছে।
রুই-কাতলা মাছের ক্ষেত্রে ২ কেজির নিচের মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি, আড়াই কেজি ওজনের মাছ ৪২০ টাকা এবং ৩ কেজির উপরের মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়। বড় মাছের কেজি ৫৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত উঠেছে।
পাঙ্গাসসহ অন্যান্য কাপ্তানি মাছেও দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ৮০ টাকা বেশি দামে এসব মাছ বিক্রি হচ্ছে।
তবে ইলিশের দাম তুলনামূলকভাবে কম বেড়েছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়, আর ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে এবং তারই প্রভাব পড়েছে দামে।