এর আগে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এরপর কয়েক দফা বৈঠক ও দর কষাকষির পর ১৫ শতাংশ কমিয়ে শুল্কহার ২০ শতাংশ নির্ধারিত হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ। এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ টন গম আমদানির পাশাপাশি এবং এলএনজি ও বোয়িং কেনার বিষয়েও সমঝোতা হয়।
এছাড়া বেসরকারিভাবে সয়াবিন ও তুলা আমদানি বাড়ানোরও বিষয়ের একমত হয় ঢাকা ও ওয়াশিংটন।
এদিকে প্রতিবেশি দেশ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সের ওপর ১৯ শতাংশ এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক ধার্য করেছে ওয়াশিংটন।