গত দুই দিনে ভারত থেকে ৩২টি ট্রাকে প্রায় ৯৫২ টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে পৌঁছেছে। বন্দরে পেঁয়াজ আসার ফলে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার বন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৬৫ টাকা পর্যন্ত।
ব্যাবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও স্থিতিশীল হবে। তবে দেশি পেঁয়াজের উৎপাদন ও আমদানি খরচ বাজারে প্রভাব ফেলতে পারে।