রাজস্ব বোর্ডকে দুই ভাগ: প্রতিবাদে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর কলম বিরতি

এনবিআর ভবন
এনবিআর ভবন | ছবি: সংগৃহীত
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুইটি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে আগামী তিন দিন কলম বিরতি পালনের ঘোষণা দিলো এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে গঠিত এই সংগঠন।

অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামীকাল (বুধবার, ১৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (১৫ মে) ও শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এনবিআরের সব দপ্তরে এই কলম বিরতি পালন করা হবে।

তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রম এই বিরতির আওতা মুক্ত থাকবে বলেও জানানো হয়।

এর মধ্যে, যতদ্রুত সম্ভব এনবিআরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে অধ্যাদেশ বাতিল করে নতুন সিদ্ধান্ত নেয়ার দাবিও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এসএস