নতুন উড়োজাহাজের অপেক্ষায় বিমান; দুটি লিজ নেয়ার পরিকল্পনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ছবি: সংগৃহীত
1

এয়ারবাস ও বোয়িং দুটি প্রতিষ্ঠানের ১৪টি নতুন এয়ারক্রাফটের প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ বিমান। তবে নতুন এয়ারক্রাফট ২০৩১ সালের আগে পাওয়ার সম্ভাবনা না থাকায় চাহিদা পূরণে আপাতত ২টি লিজ নেয়ার প্রক্রিয়া চলছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এক কর্মশালায় এসব কথা বলেন সংস্থাটির এমডি সাফিকুর রহমান।

লোকসানের কারণে ১ জুলাই থেকেই বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট।

একাধিক রুট পর্যালোচনা করে কোনোভাবেই লাভজনক না হওয়ায় বোর্ডের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ ছাড়া এমডি বলেন, ‘নতুন রুট হিসেবে মালে, সিডনি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান।’

সেজু