পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শিক্ষক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিক্ষক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ | ছবি: এখন টিভি
4

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন, দ্রুত ক্যাম্পাস নির্মাণ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নাগরিকরা।

আজ (রোববার, ২৭ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। একই সময় মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এখনো স্থায়ী ক্যাম্পাস পায়নি। ভাড়া করা ভবনে সীমিত পরিসরে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালানো হলেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত। নেই আবাসিক হল, নেই খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেও এখনও ডিপিপি অনুমোদন দেয়া হয়নি। দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে, অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়া হবে।’

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ার জন্য বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন এবং স্লোগান দেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াতে ইসলামী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দসহ অনেকেই।

ইএ