এইচএসসি ২০২৬: ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করলো শিক্ষা বোর্ড

এইচএসসি ২০২৬
এইচএসসি ২০২৬ | ছবি: এখন টিভি
1

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) ও সমমান পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (Dhaka Education Board)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। রোববার (৪ জানুয়ারি) বোর্ডের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

একনজরে এইচএসসি ২০২৬ ফরম পূরণের তথ্য (Quick Table)

বিষয় (Subject)পুরাতন তারিখ (Old Date)নতুন তারিখ (সংশোধিত) (New/Corrected Date)
নির্বাচনী পরীক্ষার ফল২৬ ফেব্রুয়ারি১০ মার্চ, ২০২৬
ফরম পূরণ শুরু১ মার্চ১১ মার্চ, ২০২৬
কর্তৃপক্ষঢাকা শিক্ষা বোর্ডঢাকা শিক্ষা বোর্ড

আরও পড়ুন:

১. নির্বাচনী পরীক্ষার ফল ও ফরম পূরণ (Test Exam Result and Form Fill-up)

বোর্ডের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা (HSC Test Exam 2026) গ্রহণ শেষে ফলাফল অবশ্যই আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। ফলাফল প্রকাশের পরদিন অর্থাৎ ১১ মার্চ থেকেই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ (HSC Form Fill-up 2026) শুরু করতে পারবে।

২. কেন এই পরিবর্তন? (Reason for Date Revision)

এর আগে গত ২৬ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে এবং ফরম পূরণ ১ মার্চ থেকে শুরু করার কথা জানানো হয়েছিল। তবে প্রশাসনিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সময়সূচিতে পরিবর্তন এনে তা প্রায় ১০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং ফি সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

৩. বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রক্রিয়াকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা ফরম পূরণের শেষ সময় এবং ফি জমার নিয়মাবলি মিস না করে।

এইচএসসি ২০২৬ ফরম পূরণ গাইড: অনলাইন পদ্ধতি ও সম্ভাব্য ফি-এর তালিকা

ঢাকা শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই সোনালী সেবার মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে তুলে ধরা হলো:

অনলাইনে আবেদন করার পদ্ধতি (How to Apply Online)

শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারে না, এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। তবে নিজের তথ্য যাচাই করার সুযোগ থাকে:

তথ্য যাচাই: প্রথমে আপনার শিক্ষা প্রতিষ্ঠান (College) নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আপনার তথ্য বোর্ডের পোর্টালে এন্ট্রি দেবে।

এসএমএস প্রাপ্তি: তথ্য এন্ট্রি সফল হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। যেখানে আপনার নাম এবং ফি-এর পরিমাণ দেওয়া থাকবে।

পেমেন্ট পদ্ধতি: এসএমএস পাওয়ার পর সোনালী ব্যাংকের অনলাইন পোর্টাল, সোনালী ই-সেবা অ্যাপ অথবা বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।

রসিদ সংগ্রহ: টাকা জমা দেওয়া হলে একটি কনফার্মেশন স্লিপ বা রসিদ পাওয়া যাবে, যা প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে।

আরও পড়ুন:

বিভাগ অনুযায়ী সম্ভাব্য ফি-এর তালিকা (Probable Fee Structure)

বিগত বছরের ধারায় ২০২৬ সালের সম্ভাব্য ফি-এর তালিকা নিচে দেওয়া হলো (বোর্ড ফি এবং কেন্দ্র ফি মিলিয়ে):

বিভাগ (Group)বোর্ড ফি + কেন্দ্র ফি (সম্ভাব্য)
বিজ্ঞান বিভাগ (Science)"২,৬০০ থেকে ২,৮০০ টাকা"
মানবিক বিভাগ (Humanities)"২,১০০ থেকে ২,৩০০ টাকা"
ব্যবসায় শিক্ষা (Business Studies)"২,১০০ থেকে ২,৩০০ টাকা"

বিশেষ দ্রষ্টব্য: ব্যবহারিক পরীক্ষা (Practical) আছে এমন বিষয়ের ক্ষেত্রে ফি কিছুটা বেশি হতে পারে। এছাড়া চতুর্থ বিষয়ের (Optional Subject) জন্যও অতিরিক্ত ফি যোগ হতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents)

  • এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি।
  • নির্বাচনী (Test) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ডিজিটাল কপি)।
  • সক্রিয় মোবাইল নম্বর (যেখানে এসএমএস আসবে)।

আরও পড়ুন:

এসআর