বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, ভাড়া বাড়িতে চলছে কার্যক্রম

ট্রাস্ট ইউনিভার্সিটি
ট্রাস্ট ইউনিভার্সিটি | ছবি: এখন টিভি
0

বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি সেমিস্টারে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ ব্যাপারে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন সুশীল সমাজ। এদিকে ইউ জি সি বলছে, স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে।

উচ্চ শিক্ষার জন্য বরিশাল বিভাগে রয়েছে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় । ২০১৫ সালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ নামে প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বরিশালে । এরপর ২০১৭ সালে গ্লোবাল ভিলেজ এবং ২০১৮ সালে ট্রাস্ট ইউনিভার্সিটি স্থাপিত হয়।

শুরু থেকে এখন পর্যন্ত তিনটি ইউনিভার্সিটির কার্যক্রমই চলছে ভাড়া বাড়িতে। শিক্ষার্থীদের আছে নানা অভিযোগ। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি সেমিস্টার থেকে গ্লোবাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি।

শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাসের কথা হলেও তার কোনো বাস্তবায়ন নেই। তিন বছরের কথা বলে চার বছর টেনে নিয়ে যায় সেশন।

প্রতিষ্ঠার ৭ বছর পেরিয়ে গেলেও বরিশালের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ই এখনো যেতে পারেনি নিজস্ব ক্যাম্পাসে।

আরও পড়ুন:

বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ভিসি প্রফেসর ড. আব্দুল বাকী বলেন, ‘প্রথাগতভাবে যে সময়টা দেয়া হয় আমাদের সে সময়টা পার হয়ে গেসে আমাদের। দুই হলো বর্তমান সময়টা আরও বাড়ানো হয়েছে। একইসঙ্গে আমাদের কাজ এ বর্ষাতে ধরার কথা ছিলো কিন্তু এ বৃষ্টির জন্য আমরা পারিনি।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর তদারকির মধ্যে আনা উচিত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে।

বরিশাল উন্নয়ন কমিটির আহ্বায়ক এবায়দুল হক চান বলেন, ‘আমাদের এ বরিশালের তিনটা বিশ্ববিদ্যালয় তারা যেন নিয়মনীতির মধ্যে চলে সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘নিজস্ব স্থানে যাবার কতটুকু অগ্রগতি এ প্রশ্নটা আমি সবার আগে তাদের করেছি। উনি বললেন কাজ চলছে। একটা বিশালাকার অট্টালিকা গড়ে তোলার চেষ্টা চলছে। আশা করি এগুলো দূর হবে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সাত বছরের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ব্যর্থ হলে ইউজিসির সুপারিশে সময়সীমা বাড়ানো যেতে পারে। আর এই সুযোগের অপব্যবহার করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

ইএ