এসএসসি পরীক্ষার সময়সূচী ও বিষয় (SSC Exam Schedule and Subjects)
ঘোষিত সময়সূচী অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিন ২১ এপ্রিল বাংলা ১ম পত্র (Bangla 1st Paper) বিষয়ের মাধ্যমে এই মেধা যাচাই শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা (Theoretical Exam) ২১ এপ্রিল শুরু হয়ে চলবে আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত।
আরও পড়ুন:
মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আপডেট (Madrasah and Technical Board Update)
পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (Dakhil Exam) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল (SSC Vocational) পরীক্ষাও একই তারিখ ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীরা আগামী ২১ এপ্রিল থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
অন্যান্য নির্দেশনা (Routine and General Instructions)
শিক্ষার্থীরা খুব শীঘ্রই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে পূর্ণাঙ্গ পিডিএফ রুটিন (PDF Routine Download) সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবারও পূর্ণাঙ্গ সিলেবাস (Full Syllabus) ও নির্ধারিত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সবশেষ আপডেটের জন্য নিয়মিত নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন:




