রাবিতে ছাত্র-হল সংসদ ও ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ফলক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ফলক | ছবি: সংগৃহীত
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। রাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন। যার মধ্যে ছাত্র ১৫ হাজার ১৫১ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৪১ জন।

১৭টি আবাসিক হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী আজ (বুধবার, ২০ আগস্ট) সকাল ৯ টা থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও, গতকাল রাতে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ করা হবে।

এএইচ