চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বাধিক মৃত্যু

বাড়ছে ডেঙ্গুর শঙ্কা
বাড়ছে ডেঙ্গুর শঙ্কা | ছবি: এখন টিভি
0

চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছে আজ (শুক্রবার, ১৩ জুন)। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মশাবাহিত এই ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন।

এর মধ্যে বরিশাল বিভাগেই ১২৪ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ৯; খুলনায় ৩ এবং সিলেট বিভাগে একজন আক্রান্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩০৩ জন। আর মৃত্যু হয়েছে ২৩ জনের।

এসএইচ