মিনেসোটায় স্বামীসহ স্টেট রিপ্রেজেন্টেটিভকে গুলি করে হত্যা

স্ত্রীসহ সিনেটর গুলিবিদ্ধ

মিনেসোটায় স্টেট রিপ্রেজেন্টেটিভকে গুলি করার পর পুলিশের সতর্ক অবস্থান
মিনেসোটায় স্টেট রিপ্রেজেন্টেটিভকে গুলি করার পর পুলিশের সতর্ক অবস্থান | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় শনিবার (১৪ জুন) ভোররাতে স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডকে ‘দৃশ্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুপ্তহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন।

গভর্নর জানান, একই হামলাকারী মিনেসোটার সিনেটর জন হফম্যান এবং তার স্ত্রীকেও লক্ষ্যবস্তু বানিয়ে কয়েকবার গুলি করেছেন। তবে অস্ত্রোপচারের পর তাদের বেচে থাকার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ও আহত দুই আইনপ্রণেতাই ডেমোক্র্যাটিক পার্টি-সংযুক্ত মিনেসোটা ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টি (ডিএফএল) সদস্য। হামলাকারী এখনো পলাতক এবং তাকে ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

ব্রুকলিন পার্ক পুলিশের প্রধান মার্ক ব্রুলি বলেছেন, ‘এটি একটি ব্যাপক পরিসরের তল্লাশি অভিযান। আমরা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি, তবে এখনও কাউকে হেফাজতে নিইনি।”

মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনসনের সুপারিন্টেনডেন্ট ড্রু ইভান্স জানান, রাত দুইটার দিকে পুলিশের কাছে গুলির খবর আসে। পুলিশ ঘটনাস্থলে এসে জরুরি জীবন রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করে এবং আহত দম্পতিকে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী পুলিশ অফিসারের ইউনিফর্ম পরিধান করেছিল এবং পুলিশের মতো দেখতে একটি এসইউভি গাড়ি চালাচ্ছিল, যাতে জরুরি আলোকসজ্জাও ছিল।

গভর্নর টিম ওয়ালজ এই ঘটনার জন্য দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন এবং এ ঘটনাকে ‘লক্ষ্যমাত্রা প্রণোদিত রাজনৈতিক সহিংসতা’ হিসেবে অভিহিত করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআইকে তদন্তে যুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এএইচ