প্রথমবারের মতো মুসলিম মেয়র পাচ্ছে নিউ ইয়র্ক?

প্রচার মিছিলে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মামদানি
প্রচার মিছিলে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মামদানি | ছবি: এখন টিভি
1

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে এগিয়ে আছেন মুসলিম অভিবাসী জোহরান মামদানি। আগামী ২৪ জুনের নির্বাচনে জিতলে তিনি হতে পারেন বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। এই পথে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ তাকে জয়ের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে।

নিউ ইয়র্ক সিটি মেয়র পদের ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বের আগাম ভোট চলছে। চলবে ২৪ জুন পর্যন্ত। ভোট শুরুর ঠিক আগের দিন শুক্রবার (১৩ জুন), সিটির জ্যামাইকায় এক বিশাল প্রচার মিছিল আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি। ব্যানার-প্ল্যাকার্ড হাতে জোহরান মামদানির বিজয়ের প্রত্যাশা জানান তারা।

আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘আগামী দুই সপ্তাহে আশা করি তার অবস্থান অনেক শক্তিশালী হবে এবং তিনি মেয়র হবেন।’

পেট্রিয়টস অফ বাংলাদেশ অর্গানাইজেশনের ফাউন্ডার এ.কে আবদুল কাদের বলেন, ‘অনেক স্কিলস আছে তার মধ্যে। তিনি ভালো নেতৃত্ব দিতে পারবেন আশা করছি। শুধু নিউইয়র্কে নয়, সারা বিশ্বে তিনি প্রভাব রাখতে পারেন।’

প্রচারণায় স্বয়ং অংশ নেন জোহরান মামদানি। বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সমর্থন তার জন্য এক শক্তিশালী বার্তা।

উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম, ভারতীয় বংশোদ্ভূত বাবা-মা, আর মাত্র সাত বছর বয়সে নিউ ইয়র্কে আগমন। জোহরান মামদানির জীবনের গল্পজুড়েই আছে অভিবাসনের সংগ্রাম ও সম্ভাবনার গল্প। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশিদের সমর্থনে নির্বাচিত হয়ে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন একজন প্রগতিশীল নেতা হিসেবে।

কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, ‘আমাদের সাউথ এশিয়ান, আমাদের মুসলিম, যে আমাদের সাথে বা আমাদের স্ট্রাগলের সঙ্গে বড় হওয়া মানুষ, যে আমাদের কমিউনিটির আশা তিনি কারণ তিনি প্রথমবার আমাদের মনে আশা জাগিয়েছেন নিউ ইয়র্কের মেয়র হওয়ার সম্ভাবনার আশা।’

সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর এন্ড্রু কুমোর চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছেন মামদানি। ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করা কুমো এবার রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা করলেও, মামদানির জনপ্রিয়তা নতুন প্রজন্মের মধ্যে জাগরণ তৈরি করেছে।

নিউ ইয়র্ক সিটির নির্বাচনে তরুণ প্রজন্মের এক স্বপ্নের নাম জোহরান মামদানি। তিনি জিতলে শুধু মুসলিম নয়, বাংলাদেশি নয়, অভিবাসী কমিউনিটির আশা আকাঙ্ক্ষার জয় হবে, এমনটাই বলছেন ভোটাররা।

এসএইচ