কানাডায় তিন মাসে কমেছে বেকারত্বের হার; বাড়ছে নতুন কর্মসংস্থান

কানাডার একটি শহর | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে স্থবির কানাডার অর্থনীতি খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বেকারত্বের হার কমেছে তিন মাসে। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। বাংলাদেশি অভিবাসীরা বলছেন, দক্ষতার প্রমাণ দিলে কাজের সুযোগ পাওয়া কঠিন নয়।

ব্ল্যাক ফ্রাইডের পর আসন্ন বড়দিন উৎসবকে ঘিরে কানাডায় অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ছে। সরকারি তথ্য মতে, বেকারত্বের হার অন্তত দেড় থেকে দুই শতাংশ কমেছে। গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব হার এখন ৬ দশমিক ৫ শতাংশ।

পরিসংখ্যান বলছে, শুধু নভেম্বরেই অন্তত ৫৪ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে। সবচেয়ে বেড়েছে প্রাইভেট সেক্টর ও পার্ট টাইম কাজের সুযোগ।

কানাডা সমাজকর্মী সাইফুল আলম বলেন, ‘কানাডায় নভেম্বরে প্রায় ৫৪ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এর ফলে কানাডার বেকারত্বের হার ৬ দশমিক ৯ থেকে ৬ দশমিক ৫ দাঁড়িয়েছে। সবথেকে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো হেলথ কেয়ার সেক্টর ও সোশ্যাল সার্ভিস সেক্টরে ৪৬ হাজার পজিশন ক্রিয়েট হয়েছে।’

আরও পড়ুন:

চাকরি বৃদ্ধির তালিকায় শীর্ষে আছে আলবার্টা, এ প্রদেশে এককভাবে তৈরি হয়েছে প্রায় ২৯ হাজার নতুন কাজ। এর পরেই নিউ ব্রান্সউইক ও ম্যানিটোবার অবস্থান। অর্থনীতিবিদদের স্বস্তি, ১৫ শতাংশের কাছাকাছি চলে যাওয়া কানাডিয়ান তরুণ-তরুণীদের চাকরি না পাওয়ার মতো কঠিন পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে।

চাকরি প্রার্থী একজন তরুণী বলেন, ‘অভিজ্ঞদের পরামর্শ নেয়া জরুরি। মক ইন্টারভিউ, কথা বলার চর্চা করা জরুরি। এআই ব্যবহার করে জীবন বৃত্তান্ত বৈরি করলে চাকরিতে ডাক পাওয়ার সম্ভাবনা বাড়ে।’

সেপ্টেম্বর থেকে নভেম্বর এ তিন মাসে মোট ১ লাখ ৮১ হাজার চাকরি যোগ হয়েছে কানাডায়। এর আগে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শ্রমবাজার ছিল কিছুটা স্থবির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে নিয়োগ কমে গিয়েছিল।

এফএস