পৃথিবী তার স্বাভাবিক গতির চেয়ে দ্রুত ঘুরছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী তার স্বাভাবিক ঘূর্ণন গতির চেয়ে দ্রুত ঘুরতে শুরু করেছে। যার কারণে কিছু নির্দিষ্ট দিন ২৪ ঘণ্টার তুলনায় সামান্য কম সময়ের হয়ে উঠছে। আসন্ন ২২ জুলাই এবং ৫ আগস্ট এ দুই দিন পৃথিবী এত দ্রুত ঘুরবে যে ওই দিনগুলো স্বাভাবিক দিনের তুলনায় ১.৩ থেকে ১.৫১ মিলিসেকেন্ড কম সময় স্থায়ী হবে।

যদিও এ পার্থক্য মানুষ অনুভব করতে পারে না। তবে টাইম মেজারমেন্ট, স্যাটেলাইট কমিউনিকেশন এবং সাইন্টিফিক অ্যানালাইসিসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ পরিবর্তনের পেছনে রয়েছে পৃথিবী ও চাঁদের নিজস্ব ব্যবস্থার মাধ্যাকর্ষণ সম্পর্ক, মৌসুমি পরিবর্তন, ভূগর্ভস্থ পানি ও বরফ গলার ফলে পৃথিবীর ভর বণ্টনের তারতম্য এবং এমনকি বড় বড় ভূমিকম্পের প্রভাব।

এএইচ