আবারো ব্যর্থ জাপানের আই স্পেসের মুন ল্যান্ডার

জাপানের আই স্পেসের মুন ল্যান্ডার
জাপানের আই স্পেসের মুন ল্যান্ডার | ছবি: এখন টিভি
0

দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণে করতে ব্যর্থ হলো জাপানের বেসরকারি প্রতিষ্ঠান ‘আই স্পেস’। প্রতিষ্ঠানটির মুন ল্যান্ডার আজ (শুক্রবার, ৬ জুন) চাঁদে অবতরণের সময় ধ্বংস হয়ে যায়।

দুই বছর আগে প্রথম যাত্রায় একই ফল দেখেছিলো প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) মধ্যরাত থেকেই মুন ল্যান্ডার ‘রেসিলিয়েন্সের’ ইতিহাস তৈরির সাক্ষী হতে জাপানিদের চোখ ছিল লাইভস্ট্রিমে।

তবে সফট ল্যান্ডিংয়ের দুই মিনিট আগেই হারিয়ে যায় এর ফ্লাইট ডেটা। অবতরণের সময় গতি কমাতে না পারায় ধ্বংস হয় ‘রেসিলিয়েন্স’। ব্যর্থতার সংবাদে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ২৯ শতাংশ।

এসএইচ