যদিও দীর্ঘদিন থেকে উন্নত প্রযুক্তি ও চিপ ব্যবহার নিয়ন্ত্রণে চীনা কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আসছে। বিশ্বের অন্যতম প্রধান প্রযুক্তি পণ্য উৎপাদনকারী হলেও, কম্পিউটার অপারেটিং সিস্টেমের উন্নয়নে মাইক্রোসফটের তুলনায় অনেকটাই পিছিয়ে হুয়াওয়ে।
হুয়াওয়ের নতুন দুটি ল্যাপটপ হলো মেটবুক ফোল্ড ও মেটবুক প্রো। দুটি ডিভাইসই হারমনি ওএস ফাইভে চলবে। ২০১৫ সালে হুয়াওয়ে প্রথম এ অপারেটিং সিস্টেমের উন্নয়নে কাজ শুরু করে। এর প্রায় পাঁচ বছর পর হুয়াওয়ে পিউরা এক্স ডিভাইসে হারমনি ওএস যুক্ত করে কোম্পানি। ২০২১ সাল থেকে হুয়াওয়ে প্রোটোটাইপ ল্যাপটপের উন্নয়নে কাজ শুরু করে।
হুয়াওয়ের কনজিউমার বিজনেস ইউনিটের প্রধান ইউ চেংডং এক অনুষ্ঠানে বলেন, ‘হারমনি ওএস ল্যাপটপ বিশ্বকে এক নতুন বিকল্প দিচ্ছে।’
‘মেটবুক ফোল্ডের’ বেজ মডেলের দাম ২৩ হাজার ৯৯৯ ইউয়ান বা ৩ হাজার ৩২৮ মার্কিন ডলার। অন্যদিকে ‘মেটবুক প্রো’ মডেলের দাম ৭ হাজার ৯৯৯ ইউয়ান থেকে শুরু হয়েছে।
এর আগে, ২০১৯ সালে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে হুয়াওয়ের ওপর প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র, যার ফলে প্রতিষ্ঠানটি নিজস্ব চিপ এবং অপারেটিং সিস্টেম তৈরির সক্ষমতা গড়ে তোলার চেষ্টা শুরু করে।
হুয়াওয়ে জানিয়েছে, কম্পিউটারের জন্য তৈরি হারমনি ওএস ইতোমধ্যে ১৫০টির বেশি অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে ডব্লিউপিএস অফিস এবং ফটো এডিটিং অ্যাপ মেইটু জিউ জিউ।
তবে নতুন দুটি ল্যাপটপে কোন চিপ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।