বাজারে আসলো অনার ৪০০ সিরিজের দুটি স্মার্টফোন

বাংলাদেশে অনার ৪০০ সিরিজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
বাংলাদেশে অনার ৪০০ সিরিজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু | ছবি: সংগৃহীত
0

আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে আসলো অনার ৪০০ সিরিজের দুইটি স্মার্টফোন। ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই সিরিজের উন্মোচনে ছিল জমকালো আয়োজন। দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড অনারের ফোর হান্ড্রেড সিরিজ। ২৫ মে (রোববার) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উন্মোচন করা হয় সিরিজটি। এই সিরিজের ফোনকে বলা হচ্ছে ফোটোগ্রাফির ‘এআই গোট’।

এই সিরিজে থাকছে দুইটি স্মার্টফোন। অনার ফোর হান্ড্রেড ও ফোর হান্ড্রেড প্রো। এই সিরিজের মাধ্যমে স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড তৈরি করেছে অনার। এই সিরিজের ফোনের পেছনে থাকছে টু হান্ড্রেড মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার এআই প্রাইমারি ক্যামেরা আর টুয়েলভ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা।

সেলফির জন্য থাকছে ফিফটি মেগাপিক্সেল পোর্ট্রেইট ক্যামেরা। পাশাপাশি এই প্রথমবারের মতন কোন ফোনে থার্টি এক্স টেলিফটো জুম ফাংশন থাকছে।

এছাড়াও এই সিরিজের ফোনে থাকছে সিক্স থাউজেন্ড মিলিএম্পিয়ার সিলিকন কার্বন ব্যাটারি, ওয়ান টুয়েন্টি হার্জ রিফ্রেশ রেটের সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ ওলেড স্ক্রিন। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ও এইট জেন থ্রি।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার ও বিজনেস হেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর।

পপুলার কন্টেন্ট ক্রিয়েটর জুবায়ের তালুকদার অনার ফোর হান্ড্রেড সিরিজের ফোন দিয়ে কী কী করা যায় তার একটি প্রেজেন্টেশনও দেন এই উন্মোচন অনুষ্ঠানে।

উন্মোচন অনুষ্ঠানের পাশাপাশি ছিল ফটো বুথ ও নজরকাড়া ফ্যাশন শো। দর্শকসারিতে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য অভিনয়শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর।

সেজু