নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে এনভিডিয়ার ১ বিলিয়ন ডলারের এআই চিপের প্রবেশ

চীনের বাজারে এনভিডিয়ার এআই চিপ
চীনের বাজারে এনভিডিয়ার এআই চিপ | ছবি : সংগৃহীত
0

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে ১ বিলিয়ন ডলার মূল্যের এনভিডিয়া এআই চিপ প্রবেশ করেছে, এমনটাই জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। তারা দাবি করছে ওয়াশিংটন চিপ রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার পর তিন মাসে এ চিপগুলো চীনে পাচার করা হয়েছে।

বিক্রয় চুক্তি, কোম্পানির ফাইলিং এবং চুক্তি সম্পর্কে-অবগত একাধিক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীনে বিক্রির জন্য নিষিদ্ধ এআই চিপ ডিজাইনারের উচ্চমানের বি টু হান্ড্রেড প্রসেসরগুলি চীনা কালো বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়।

যদিও এনভিডিয়া বলছে চোরাচালানকৃত চিপ দিয়ে ডেটা সেন্টার তৈরি করা পদ্ধতিগত ও আর্থিক উভয় দিক দিয়েই অদক্ষতার পরিচয় দেবে। কেননা তারা শুধু অনুমোদিত পণ্যের জন্যই সার্ভিস ও সাপোর্ট দিয়ে থাকে।

এএইচ