চীনে চিপ রপ্তানির জন্য এনভিডিয়াকে লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

চীনের বাজারে এনভিডিয়ার এআই চিপ
চীনের বাজারে এনভিডিয়ার এআই চিপ | ছবি : সংগৃহীত
0

চিপ জায়ান্ট এনভিডিয়া বেশ কিছুটা সময় ধরে চীনে রপ্তানি নিয়ে বিপাকে আছে। আবার চীনের জন্য আলাদা চিপ ডিজাইন করেও দেখা গেছে অবাধে রপ্তানি নিষিদ্ধ চিপ চীনে চোরাচালান হচ্ছে। সবশেষ নিরাপত্তা ইস্যুতে চীনে চিপ রপ্তানি করতে এনভিডিয়াকে লাইসেন্স সংগ্রহ করার কথা জানায় যুক্তরাষ্ট্র। অবশেষে চীনে এইচ টুয়েন্টি চিপ রপ্তানির জন্য এনভিডিয়াকে লাইসেন্স দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এর ফলে এনভিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি বাজারে তাদের প্রবেশাধিকার বাধা দূর হয়েছে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র চীনে এইচ টুয়েন্টি চিপ বিক্রির উপর এপ্রিলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

এনভিডিয়া গত জুলাই মাসে চীনে এইচ টুয়েন্টি জিপিইউ বিক্রয় পুনরায় শুরু করার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন জমা দেয়। তবে এনভিডিয়া ঠিক কোন সংস্থায় এবং কতগুলো এইচ টুয়েন্টি চিপ পাঠানোর অনুমতি পেয়েছে তা স্পষ্ট নয়।

সেজু