যুদ্ধবিমান রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা

অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান
অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান | ছবি: সংগৃহীত
0

গেলো দুই সপ্তাহে দুবার পাকিস্তানের প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয় ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। শেষমেশ আজ (বুধবার, ৭ মে) ভোররাতে ভূপাতিত হয়, ভারতের সামরিক সক্ষমতার প্রতীক তিন-তিনটি ব্যয়বহুল রাফালের। এতে প্রশ্ন উঠেছে, অত্যাধুনিক এ যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে, মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

দক্ষিণ এশিয়ার পরাশক্তিধর চিরবৈরী দুই দেশের সবশেষ সংঘাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে তিনটিই বহুল আলোচিত, অত্যাধুনিক রাফাল।

দুই সপ্তাহ ধরে চলমান দ্বন্দ্বে রাফালের এই মুখ থুবড়ে পড়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২৯ ও ৩০ এপ্রিল রাতে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করে চারটি ভারতীয় রাফাল। হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে ঘণ্টায় এক হাজার ২০০ কিলোমিটার গতিতে ধেয়ে গেলেও শেষ পর্যন্ত আর পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারেনি।

বলা হচ্ছে, সেদিন প্রতিটি রাফাল বহন করছিল ২০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এয়ার টু গ্রাউন্ড মিসাইল। অর্থাৎ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ না করেই দেশটিতে হামলা চালাতে পারতো ভারত। তবে পাকিস্তানের দাবি, রাফালের সিস্টেম জ্যাম করে দিয়ে হামলার চেষ্টা নস্যাৎ করে দেয় তারা। ফলে আম্বালায় না ফিরে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় পাইলটরা।

এরপর গেলো শুক্রবারও ভারতীয় বিমান বাহিনী দ্বিতীয় দফায় অভিযানের প্রস্তুতি নেয়। সেদিনও আকাশে এফ-সিক্সটিন, জেএফ-সেভেনটিন ও জে-টেনসিসহ পাকিস্তানের অর্ধশত ফাইটারের যুদ্ধাংদেহী অবস্থানে পরিকল্পনা থেকে পিছু হঠে ভারতীয় বাহিনী।

পাকিস্তানি বিমান বাহিনীর দাবি, তাদের বহুমুখী সক্ষমতা ও প্রস্তুতির কারণে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমাননির্ভর প্রযুক্তি নিয়েও বারবার পিছু হঠতে হচ্ছে ভারতকে।

ফ্রান্সের কাছ থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে ভারতের অস্ত্রভাণ্ডারে। সবগুলোই পাকিস্তান ও চীন সীমান্তের কাছে, আম্বালা আর হাসিমারায় মোতায়েন রয়েছে। নৌবাহিনীতে আরও ২৬টি রাফাল যুক্ত করতে প্যারিসের সাথে সম্প্রতি ৬৩ হাজার কোটি রুপির চুক্তি করেছে নয়া দিল্লি।

আপাতদৃষ্টিতে অত্যাধুনিক, ব্যয়বহুল রাফাল এখন পর্যন্ত কাজে লাগেনি ভারতের। পাকিস্তানের সাথে সংঘাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে আন্তর্জাতিক পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মুখে ফরাসি রাফাল। ভারতের সামরিক সক্ষমতার প্রতীক হয়ে ওঠা রাফালের যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার খবরে মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা। একইসঙ্গে প্রশ্ন উঠছে যুদ্ধবিমানটির দক্ষতা নিয়েও।

এসএস