মধ্যপ্রাচ্যের বাজার ধরতে পনি এআইয়ের সঙ্গে চুক্তি করবে উবার

পনি এআইয়ের রোবোট্যাক্সি
পনি এআইয়ের রোবোট্যাক্সি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে রোবোট্যাক্সি সার্ভিস শুরুর জন্য চীনের পনি এআইয়ের সাথে চুক্তি করছে উবার। গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে উবার। এটি মূলত নতুন রোবোট্যাক্সি খাতে উবারের উপস্থিতি জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক চুক্তির সর্বশেষ রূপ।

এ চুক্তিটি চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ বাজারে চালু হবে এবং ভবিষ্যতে আরো আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়বে। চুক্তিটির শুরুর দিকে সেলফ ড্রিভেন রোবোট্যাক্সিতে একটি নিরাপত্তা অপারেটর থাকবে।

উবার সাম্প্রতিক সময়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে, যার একমাত্র লক্ষ্য রোবোট্যাক্সির বাজারে লিফট ও টেসলার সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এ চুক্তির আগে উবার গত সপ্তাহে সেলফ ড্রাইভিং টেকনোলজি ফার্ম মেয় মোবিলিটি ও মোমেন্টার সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং চীনের উই রাইডের সাথেও একটি চুক্তি করেছে।

এর মাধ্যমে উবার বিশ্বব্যাপী ১৫টি শহরে প্রবেশ করার সুযোগ পাবে। এছাড়াও গত বছর, কোম্পানিটি অ্যালফাবেটের ওয়েমোর সাথেও তার সম্পর্ক প্রসারিত করেছে।

এএইচ