চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক | ছবি: এখন টিভি
0

বাণিজ্য উত্তেজনা ও নীতিগত অনিশ্চয়তার কারণে চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ হতে পারে।

যা আগের পূর্বাভাসের চেয়ে দশমিক ৪ শতাংশ পয়েন্ট কম। মঙ্গলবার (১০ জুন) গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।

যেখানে উল্লেখ করা হয়, উচ্চ হারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সব অর্থনীতির জন্যই একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

তাই যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ ও উদীয়মান ৬টি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে। মন্দার শঙ্কা না থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০০৮ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় নামতে পারে।

সেজু