বিশ্বের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল বাজারগুলোর অন্যতম ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে অবকাঠামো গড়ে তুলতে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের প্রতিযোগিতার মধ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন:
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে বড় ধরনের অগ্রগতি আনতে মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা বলেন, ‘প্রযুক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষতা গড়ে তুলতে মাইক্রোসফট ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।’
মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে তার সঙ্গে সাক্ষাতের পর নাডেলা এক্স–এ এই ঘোষণা দেন। এদিকে প্রধানমন্ত্রী মোদি এই সাক্ষাৎকে গঠনমূলক বলে উল্লেখ করেন। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্ব ভারত সম্পর্কে আশাবাদী।





