গাজায় হামাসকে নিশ্চিহ্ন করার নামে শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘের হিসেব অনুযায়ী, যুদ্ধের এক মাসে ফিলিস্তিনের আর্থিক ক্ষতি প্রায় ১শ' কোটি ডলারে দাঁড়িয়েছে, দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। এই অবস্থায় ইসরাইল ও তাদের মিত্র দেশগুলোর অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় একজোট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।
আরো পড়ুন:
গাজায় সংঘাত বন্ধে ইসরাইল ও তাদের মিত্র দেশগুলোকে চাপে ফেলতেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে। ইসরাইলসহ মিত্রদেশের পণ্য কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এছাড়া তুর্কিয়ের বাজারে এসব পণ্যের বেচাকেনা কমায় কোম্পানিগুলোর আয়ে টান পড়েছে।
ইহুদি মালিকানাধীন ফাস্টফুড চেইন ছাড়াও অন্যান্য পণ্যের ব্যবহার বন্ধে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে আরও বহু দেশ। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী পণ্যগুলোর ব্যবসা চাঙা হওয়ার সম্ভাবনা বাড়ছে।