শাটডাউন এড়াতে মার্কিন সিনেটে ৪৫৯ বিলিয়ন ডলারের বিল পাশ

0

আবারও শাটডাউনের এড়াতে ৪৫৯ বিলিয়ন ডলারের সরকারি ব্যয়ের ৬টি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট। যা সরকারি তহবিলের প্রায় ৩০ শতাংশ। যদিও বিলগুলো পাশের আগে রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়ে।

রিপাবলিকানদের অভিযোগ বিলগুলোতে অভিবাসন মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ নেয়া হয়নি। কয়েকঘণ্টা বিতর্কের পর শেষ মুহূর্তের ৭৫ ও ২২ ভোটে সরকারি ব্যয়ের এই প্যাকেজ সিনেটে অনুমোদিত হয়।

নতুন করে প্যাকেজটি পাশ না হলে কৃষি, পরিবহন, জ্বালানি, আবাসনসহ পেনশন সেবার ২০ শতাংশ বন্ধ হয়ে যেতো।

এছাড়া, প্রতিরক্ষা ব্যয়, হোমল্যান্ড সিকিউরিটি ও স্টেট ডিপার্টমেন্ট বাজেটসহ অন্যান্য ফেডারেল তহবিল এক সপ্তাহ পরে শেষ হয়ে যাবে।

আগের শাটডাউনে সরকারি কর্মকর্তাদের ছুটিতে পাঠানো হয়। গত চার দশকে ১০টির মতো শাটডাউন বা আংশিক শাটডাউনের মুখোমুখি হয়েছে মার্কিন সরকার।

সেজু