ভারতের উত্তরাখন্ডে বাস খাদে, নিহত ৩৬

0

ভারতের উত্তরাখন্ডে বাস খাদে পড়ে প্রাণ গেছে কমপক্ষে ৩৬ জনের। আজ (সোমবার, ৪ নভেম্বর) সকালে রাজ্যের আলমোরা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়ওয়াল থেকে কুমাওন যাওয়ার পথে মারচুলা এলাকায় ২শ' মিটার গভীর খাদে পড়ে যায় ৪৫ আসনের বাসটি। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে যোগ দিয়েছে পুলিশ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। আহতদের নেয়া হচ্ছে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে।

গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে শহরে নেয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকাটির সড়ক পরিবহন কর্তৃপক্ষকে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নিহতদের পরিবারপ্রতি চার লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসায় এক লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছেন।

সেজু