রোমে পরমাণু আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

আলী খামেনী, ডোনাল্ড ট্রাম্প
আলী খামেনী, ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

পরমাণু ইস্যুতে ইতালির রোমে আগামী ২৩ মে (শুক্রবার) পঞ্চম দফার আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, দুই পক্ষই আলোচনার জন্য সম্মত হয়েছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। এর আগে চার দফার আলোচনায় তেমন কোনো ফল আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে শিগগিরই চুক্তিতে না আসলে খারাপ পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়েছে ইসরাইলও।

নেতানিয়াহু জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। এদিকে, ইরান সাফ জানিয়ে দিয়েছে চুক্তি হোক আর না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান।

সেজু