ধূলিঝড়-বৃষ্টিতে পাকিস্তানে ১৯ মৃত্যু, ভারতে রেড অ্যালার্ট জারি

বেঙ্গালুরুতে রাস্তায় পানি জমে যাওয়ায় যানজট
বেঙ্গালুরুতে রাস্তায় পানি জমে যাওয়ায় যানজট | ছবি: সংগৃহীত
0

শক্তিশালী ধূলিঝড় আর ভারী বৃষ্টিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রাণ গেছে কমপক্ষে ১৯ জনের। আহত প্রায় ১০০ জন। অন্যদিকে, করাচিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেশী ভারতেও মুষলধারে বৃষ্টির কবলে দিল্লি-কেরালা; জারি আছে রেড অ্যালার্ট। বাতিল ও বিলম্বিত ২০০ বেশি ফ্লাইট। ঢল নেমেছে হিমাচলে। বিপরীতে রাজস্থানে তাপপ্রবাহ পরিস্থিতি আরো গুরুতর হওয়ার দিকে।

সপ্তাহভর তীব্র তাপপ্রবাহ পর হঠাৎ ঝড়ো বৃষ্টি। তবে গরমে স্বস্তির প্রশান্তি নয়, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পাকিস্তানের অংশবিশেষ।

শনিবার (২৪ মে) পাঞ্জাব প্রদেশে শক্তিশালী ধূলিঝড় আর খাইবার পখতুনখোয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিতে হতাহত শতাধিক মানুষ।

লাহোর-মুলতানসহ বিভিন্ন শহরে দেয়াল ও ছাদ ধসে পড়াসহ ক্ষতিগ্রস্ত অসংখ্য স্থাপনা, শেকড় উপড়ে পড়ে বিপুলসংখ্যক গাছপালা, নষ্ট হয়েছে কৃষিজমি-শস্য, বিস্তীর্ণ অঞ্চলে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অচলপ্রায় সড়ক ও বিমান যোগাযোগ।

পাঞ্জাবে রাজ্যজুড়ে বহাল আছে ঝড়বৃষ্টির সতর্কতা। মুষলধারে বৃষ্টির জেরে তীব্র জলাবদ্ধতার কবলে রাজধানী ইসলামাবাদ।

অন্যদিকে, সিন্ধু প্রদেশে বন্দরনগরী করাচিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। ৭৪ শতাংশ আর্দ্রতা আর ঘণ্টায় ১৭ কিলোমিটার বাতাসের বেগে উপকূলীয় এলাকায় গরম অনুভূত হচ্ছে ৪৫ ডিগ্রি পর্যন্ত। আরব সাগরে নিম্নচাপের প্রভাবে ২৪ ঘণ্টায় গরম আরো বাড়বে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন।

বাসিন্দাদের একজন বলেন, ‘তাপমাত্রা তো ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসেও ওঠানামা করছে। নারী আর বয়স্ক লোকেরা, যারা প্রতিদিনের কাজের জন্য বের হয়ে বাজারে যান, তারা সহজেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। সরকার বাজার আর রাস্তাঘাটে কোনো হিটস্ট্রোক কেন্দ্র স্থাপন করেনি। এটা করা উচিত যেন মানুষ প্রাথমিক চিকিৎসা পেতে পারে আর তাদের জীবন বাঁচে।’

আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে কাবু প্রতিবেশী ভারতের দিল্লি, মহারাষ্ট্রসহ ভারতের পশ্চিম উপকূল ও দক্ষিণাঞ্চল। রাজধানী ও সংলগ্ন এলাকায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার ভোর সাড়ে ৫টার মধ্যে মাত্র ছয় ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৮১ মিলিমিটারের বেশি। বৃষ্টিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিঘ্নিত হয় কয়েকশ’ ফ্লাইট। শহরজুড়ে জারি আছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা।

মহারাষ্ট্রে বাণিজ্যিক নগরী মুম্বাই; হরিয়ানার ঝাজ্জারেও শুরু হয়েছে তুমুল বৃষ্টি। দু’তিন দিনেও আবহাওয়া এমনই থাকবে বলে আভাস ভারতীয় আবহাওয়ার বিভাগের। তরিতরকারির পড়তি দামের মধ্যে মৌসুমের আগেই ভারী বৃষ্টিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের কপালে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রেড অ্যালার্ট জারি রয়েছে কেরালার পাঁচ রাজ্যে, ঢল নেমেছে হিমাচলে; ভারী বৃষ্টি হচ্ছ উত্তরাখান্ডেও। জম্মু-কাশ্মীরে রয়েছে তুষারপাতের আভাস। বিপরীতে রাজস্থানে দাবদাহ পরিস্থিতি আরও গুরুতর হওয়ার দিকে।

সেজু