ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৩

রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের ক্ষতিগ্রস্ত একটি এলাকা
রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের ক্ষতিগ্রস্ত একটি এলাকা | ছবি: আল-জাজিরা
0

ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন আরও ২১ জন। ইউক্রেন বলছে, এখন পর্যন্ত দেশটিতে এটাই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা।

খারকিভ কর্তৃপক্ষ বলছে, রাতভর শহরটিতে ৪৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে, ছিল দুটি মিসাইল আর চারটি গ্লাইডিং বোমা। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে খারকিভের অনেক এলাকা।

শনিবার রাতে পুরো ইউক্রেনজুড়ে হামলা করেছে রাশিয়া। শুক্রবার রাতেও হামলায় ৬ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন প্রায় ৮০ জন। ইউক্রেনের দাবি, কয়েকদিনে ৪০৭টি ড্রোন আর ৪৪টি মিসাইল দিয়ে হামলা হয়েছে। ভয়াবহ হামলা হয়েছে রাজধানী কিয়েভেও।

যদিও, রাশিয়ার বলছে, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে। এদিকে, রাশিয়ার ভয়াবহ হামলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলছেন, মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার কোনো পরিকল্পনা এখনও হয়নি।

এএইচ