ইরান ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ‘তেহরান পুড়ে যাবে’: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইরান ও ইসরাইলের পতাকা
ইরান ও ইসরাইলের পতাকা | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আজ (শনিবার, ১৪ জুন) সতর্ক করে দিয়ে বলেছেন,  ইরান যদি ইসরাইলের দিকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে ‘তেহরান পুড়ে যাবে’। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

কাটজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের ডিকটেটর দেশটির নাগরিকদের জিম্মিতে পরিণত করছেন এবং এমন একটি পরিস্থিতি তৈরি করছেন যেখানে ইসরাইলের বেসামরিক নাগরিকদের ক্ষতির জন্য তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে।’

আরো পড়ুন:

বিবৃতিতে কাটজ বলেছেন, ‘যদি (আয়াতুল্লাহ আলি) খামেনি ইসরাইলি হোম ফ্রন্টের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তাহলে তেহরান পুড়ে যাবে।’—বাসস

এসএইচ