মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা ইসরাইল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান | ছবি: সংগৃহীত
1

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরাইলের হামলার লক্ষ্য হলো “আলোচনাকে নস্যাতের” চেষ্টা।’ এই অঞ্চল ও পুরো বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাওয়া ছাড়া নেতানিয়াহুর জায়নবাদী আকাঙ্ক্ষার আর কোনো উদ্দেশ্য নেই বলে মন্তব্য করেছেন তাইপ এরদোয়ান। আজ (শনিবার, ২১ জুন) ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া বক্তৃতায় এরদোয়ান এসব কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।

‘এই ঘটনা (ইরানে হামলা) এটাও দেখাচ্ছে যে নেতানিয়াহু (এবং তার সরকার), কোনো ইস্যু বা বিষয়ের সমাধানই কূটনীতির মাধ্যমে করতে চান না,’ বলেছেন তুর্কি প্রেসিডেন্ট।

যেসব দেশের ইসরাইলের ওপর প্রভাব রাখার সক্ষমতা রয়েছে তাদের প্রতি এরদোয়ান আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরাইলের ‘বিষে’ কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংঘাতের সমাধান আলোচনার মাধ্যমেই খোঁজে।

তুরস্কের রাজধানী ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা “এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা”।’

তিনি আরও বলেন, ‘১৩ই জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।’

ইএ