হামলার সময় তিন পরমাণু স্থাপনায় কোনো তেজষ্ক্রিয় পদার্থ ছিল না: তেহরান

ফোর্দো পারমাণবিক স্থাপনা
ফোর্দো পারমাণবিক স্থাপনা | ছবি: সংগৃহীত
0

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু স্থাপনায় সফল হামলার দাবি করেছেন ট্রাম্প। তবে হামলার সময়ে এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ইরানের মন্ত্রী ও কোম এলাকার প্রতিনিধিত্বকারী মানান রাইসি জানান, মার্কিন হামলায় ফোর্দো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি জানান, ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার উপরের দিকে হামলা হয়েছে।

আরো পড়ুন:

রাইসির বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, মার্কিন প্রেসিডেন্টের মিথ্যা দাবির প্রেক্ষিতে এটি নিশ্চিত ফোর্দো পারমাণবিক স্থাপনার গুরুতর কোনো ক্ষতি হয় নি। যা হয়েছে তা মাটির উপরিভাগে এবং তা দ্রুত আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় কোনো ধরনের পারমাণবিক দূষণ হয়নি বলে দাবি জানিয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি বডি। ইরানের আণবিক শক্তি সংস্থা জানায়, ফোর্দো, ইসফাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনার কাছাকাছি বাসিন্দাদের জন্য পারমাণবিক দূষণ বা বিপদের কোনো লক্ষণ দেখা যায় নি।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ফোর্দো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অবৈধ হামলার পর মাঠ জরিপ এবং বিকিরণ ব্যবস্থায় কোনো দূষণের তথ্য পাওয়া যায়নি।

এএইচ