পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আগামীকাল (সোমবার, ২৩ জুন) ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি আজ সন্ধ্যায় মস্কো যাবেন এবং আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবেন।

আরাঘচি বলেন, ‘আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

ইরানের ওপর মার্কিন হামলার স্পষ্ট নিন্দা জানানো দেশগুলোর মধ্যে চীনের পাশাপাশি রাশিয়া এবং মিশর ও ওমানের মতো বেশ কয়েকটি আরব দেশও রয়েছে। এর আগে ক্রেমলিন এবং বেইজিং ইরানের ওপর ইসরাইলের আক্রমণের নিন্দা জানিয়েছিল।

উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে রাশিয়া এবং ইরান একটি কৌশলগত জোট চুক্তি স্বাক্ষর করেছে। যার প্রথম ধারাটিতে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার উপর জোর দেয়া হয়েছে।

ইএ