৬ দিন বন্ধ থাকার পর ইন্টারনেট সেবা চালু করলো ইরান

ইরানের মানচিত্রে ইন্টারনেটের প্রতীকী চিত্র
ইরানের মানচিত্রে ইন্টারনেটের প্রতীকী চিত্র | ছবি: সংগৃহীত
1

ইসরাইলের সঙ্গে সংঘাতের পর পরই ইরানজুড়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। গতকালের যুদ্ধবিরতির পর আজ এই বিধিনিষেধ তুলে দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে কার্যকর থাকা ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির সাইবার সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা জানান, ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কার্যকর থাকা ইন্টারনেট বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়া হচ্ছে। এতে খুব শিগগিরই ইন্টারনেট সেবা আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

দেশটির যোগাযোগ মন্ত্রী সাত্তার হাশেমি এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জানিয়েছেন, ইন্টারনেট সেবা স্বাভাবিকীকরণের ফলে রাষ্ট্রের যোগাযোগব্যবস্থা আগের অবস্থায় ফিরে এসেছে।’

আরো পড়ুন:

গত ১৯ জুন সাইবার হামলা ঠেকাতে পুরো দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইরান। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছিল ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

পরদিন এক বিবৃতিতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষ যাতে দেশের যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করতে না পারে, সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, শত্রুরা ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারির জন্য সাইবার বাহিনী গঠন করেছে।

তবে মন্ত্রণালয় দাবি করেছিল, ইন্টারনেট পুরোপুরি বন্ধ রাখা হয়নি, বরং দেশের ভেতরে সীমিত পরিসরে ইন্টারনেট চালু রয়েছে। টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ এই পরিষেবা পুরনায় চালু করলো ইরান সরকার।

আসু