শহর দু’টির বাসিন্দাদের উঁচু এলাকায় আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যাকবলিত অঞ্চলের জন্য ১ কোটি ৪০ হাজার ডলার বরাদ্দ করেছে দেশটির সরকার। বন্যার্তদের উদ্ধারে লেভেল ফোরের অভিযান চালাচ্ছে ইমার্জেন্সি রেসপন্স টিম।
আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক বন্যা দেখা গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের তথ্য বলছে, গড় বৈশ্বিক উষ্ণতার চেয়েও দ্বিগুণ হারে বাড়ছে এশিয়ার তাপমাত্রা।