মেক্সিকোয় বন্দুক হামলায় শিশুসহ নিহত ১১

হামলার পর প্রতিবেশীরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন
হামলার পর প্রতিবেশীরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন | ছবি: আল জাজিরা
0

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় ইরাপুয়াতো শহরে একটি বাড়িতে বন্দুক হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

খ্রিস্টান সম্প্রদায়ের সেন্ট জনস দিবসের অনুষ্ঠান চলার সময় হঠাৎ একদল লোক এসে হামলা চালায়। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাই দৌড়াদৌড়ি শুরু করেন এবং হট্টগোল বেধে যায়। 

হামলায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত কাজ। 

হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছে শহর কর্তৃপক্ষ।

এসএইচ