১৩ সেনা নিহতের ঘটনায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনী
পাকিস্তানের সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ সেনাসদস্য নিহতের ঘটনায় ভারত জড়িত বলে অভিযোগ তুলেছে দেশটির সেনাবাহিনী।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। এ নিয়ে আজ (রোববার, ২৯ জুন) এক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যেখানে বলা হয়, পাকিস্তানের বোমা হামলার সঙ্গে ভারতের কোন যোগসাজশ নেই। বার্তাসংস্থা এএফপির তথ্যমতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আরো পড়ুন:

গত ৬ মাসে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ২৯০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই সেনাসদস্য।

যদিও এ ধরনের হামলার সঙ্গে আফগানিস্তান জড়িত নয় বলেও দাবি করেছে তালেবান।

সেজু