খাইবার পাখতুনখোয়ায় ৩০ জনকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী

পাকিস্তানি আর্মি
পাকিস্তানি আর্মি | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগে কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাক-আফগান সীমান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশে হয় এ অভিযান।

সেনাবাহিনীর আন্তঃসংযোগ বিভাগ আইএসপিআর শুক্রবার এ তথ্য জানিয়েছে। উত্তর ওয়াজিরিস্তানে গোলাগুলিতে নিহতরা প্রতিবেশী ভারতের মদদ পুষ্ট বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।

একই এলাকায় বিস্ফোরক বোঝাই যান বিস্ফোরণে ১৩ পাকিস্তানি সেনা নিহতের এক সপ্তাহের মাথায় ঘটলো অনুপ্রবেশকারীদের সাথে সীমান্তে সহিংসতার এ ঘটনা। ২০১২ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই অস্থির পাক-আফগান সীমান্ত।

এএইচ