৩৩ বছরের মধ্যে হাম রোগের সর্বোচ্চ সংক্রমণ দেখছে যুক্তরাষ্ট্র

হাম রোগে আক্রান্ত
হাম রোগে আক্রান্ত | ছবি: সংগৃহীত
0

৩৩ বছরের মধ্যে হাম রোগের সর্বোচ্চ সংক্রমণ দেখছে যুক্তরাষ্ট্র। উচ্চ সংক্রামক রোগটিতে দেশজুড়ে শনাক্ত প্রায় ১ হাজার ৩০০ রোগী।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এককালে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল বলে ধারণা করা হলেও, টিকায় প্রতিরোধযোগ্য রোগটি নতুন মাইলফলক ছুঁয়েছে মার্কিন ভূখণ্ডে।

চলতি বছর এ রোগ ছড়িয়েছে রাজধানীসহ ৩৮টি অঙ্গরাজ্যে। প্রাণ গেছে কমপক্ষে তিনজনের।

আক্রান্তদের ৯২ শতাংশই হামের টিকা নেয়নি বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে টেক্সাসে। যা প্রায় ৭০০ জন।

সেজু