পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

পারমাণবিক সাবমেরিন
পারমাণবিক সাবমেরিন | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর সেভেরোডভিনস্কে নতুন একটি পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নৌবাহিনীতে যুক্ত হওয়া চতুর্থ প্রজন্মের পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনটির নাম 'কনিয়াজ পোঝারস্কি'।

যা আধুনিক ক্ষেপণাস্ত্রসহ নেভিগেশন সিস্টেম, রেডিও-টেকনিক্যাল এবং হাইড্রোঅ্যাকোস্টিক অস্ত্র দিয়ে সজ্জিত। রাশিয়ার কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এটি। শুধু তাই নয়, পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রেও বেশ শক্তিশালী ভূমিকা রাখবে সাবমেরিনটি।

অনুষ্ঠানে যোগ দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুতিন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রুশ উপ-প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা।

সেজু