থাইল্যান্ড-কম্বোডিয়া সামরিক সংঘাতে প্রাণহানি বেড়ে ৩২

লঞ্চারের ওপর অবস্থান নেওয়া এক কম্বোডীয় সেনা
লঞ্চারের ওপর অবস্থান নেওয়া এক কম্বোডীয় সেনা | ছবি: রয়টার্স
0

থাইল্যান্ড-কম্বোডিয়া সামরিক সংঘাতে উভয়পক্ষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। ৩ দিন ধরে চলা সংঘাতে ১৩ বেসামরিক নাগরিকসহ ৬ সেনাকে হারিয়েছে ব্যাংকক।

বিপরীতে ৮ বেসামরিক নাগরিকসহ ১২ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নমপেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘে থাইল্যান্ডের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার রাষ্ট্রদূত।

উত্তেজনা কমিয়ে আনতে প্রতিবেশী দুই দেশকে আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাবি, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তবে এটি কার্যকরে কিছুটা সময় চাওয়া হয়েছে।

সীমান্ত নিয়ে বিরোধের জের ধরে গেলো বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে সামরিক সংঘাতে জড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ।

সেজু